
এক সময়ে গাইবান্ধার বিভিন্ন স্থানে গান গেয়ে মাতানো কণ্ঠশিল্পী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ সরকার জেলার ফুলছড়ি উপজেলার গুনভরি এলাকার মৃত দুলু মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা শহরের কলেজ পাড়ায় চাচা ছদরুল মিয়া ওরফে আলতাফ মাস্টারের বাসায় থাকতেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসিফ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে থানায় মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।












































