
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ড. ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়। কারণ নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়।
রুমিন ফারহানা বলেন, দেশের মানুষ, প্রশাসন, রাজনৈতিক দল, এমনকি বিদেশিরাও নির্বাচন চায়—শুধু সরকারই চায় না। তার ভাষায়, ড. ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়।
সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এসব মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মানুষ, প্রশাসন, রাজনৈতিক দল, এমনকি বিদেশিরাও নির্বাচন চায়—শুধু সরকারই চায় না। কারণ নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব।
টকশোতে ওয়ান-ইলেভেন পরবর্তী পরিস্থিতির সঙ্গে সাম্প্রতিক সময়ের তুলনা করে তিনি বলেন, রাজনীতিবিদদের যে হেয় করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। ওয়ান-ইলেভেনের সময় যেমন রাজনীতিবিদদের চরিত্র হননের চেষ্টা হয়েছিল, এখনো সেভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে।
আন্দোলনের সময় নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রুমিন বলেন, যখন আমরা আন্দোলন করেছি, তখন অনেকে ছাত্রলীগ হয়ে লুকিয়ে ছিল। সেই সময় নুরুল হক নুর মার খেয়েছে, আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাকি ভাই আন্দোলন করেছে—আমরা এসব দিন পার করে এসেছি। আর এখন তারাই আমাদের ভারতের দালাল, ‘র’-এর এজেন্ট বলে আখ্যা দেয়।
দেশে বিনিয়োগ হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন বলেন, সরকার উপরের দিক থেকে সব কিছু ঠিক দেখানোর চেষ্টা করছে। আশিক চৌধুরীর মতো ব্যক্তিকে দিয়ে সুন্দর প্রেজেন্টেশন করানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় বিনিয়োগ ২৬ শতাংশ কমেছে।
সবশেষে রুমিন ফারহানা জোর দিয়ে বলেন, নির্বাচনহীনতা কখনো স্থায়ী সমাধান হতে পারে না। দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি।
সূত্র: news24bd.tv











































