
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজস্ব এবং দলীয় নেটওয়ার্কের মাধ্যমে নিজেই এই পুরো প্রক্রিয়া দেখভাল করছেন।
পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের শিডিউল ঘোষণার পরপরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।
জানা গেছে, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জনআকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থিতা নিশ্চিত করতে চায়। একই সঙ্গে বিতর্কিত কাউকে মনোনয়ন না দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলটির। সেক্ষেত্রে একাধিকবার নির্বাচন করা অনেক পুরোনো মুখ এবার প্রার্থিতা থেকে বাদ পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে অন্তত এমন দুই ডজন নেতার কপাল পুড়তে পারে। পাশাপাশি তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শতাধিক আসনে তরুণ প্রার্থীকে প্রাধান্য দেওয়া হতে পারে।










































