প্রচ্ছদ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে যা জানালেন সিইসি

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে যা জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে। পাশাপাশি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সভাটি অনুষ্ঠিত হয় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে।

সিইসি বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচনের আগে বিচার শেষ হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি। সেই পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাচ্ছি।’

সিইসি নাসির উদ্দীন বলেন, ‘ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। আগে যেমন দুই-তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে, এবার তেমন কিছু হওয়ার সুযোগ নেই। আমরা একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জ আসবেই, কিন্তু আমরা হাসিমুখে তা মোকাবিলা করব।’

সাংবাদিকদের দায়িত্বের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচনের সময় সত্য যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায়, তা বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। তাই সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। অপতথ্য রোধে নির্বাচন কমিশনে ইতোমধ্যে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।’