
হেড লাইন: ফেনীর মুহুরি নদীতে গোসল করতে নেমে মো. আবুল হাসান নামে নৌবাহিনীর এক সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া নৌবাহিনীর সদস্য মো. আবুল হাসান।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে নিখোঁজ হন নৌবাহিনীর আবুল হাসান। তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আশা ডুবুরি দল কাজ করছেন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।