
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘নিউইয়র্কে কে অপরাধ করেছে, তার জন্য বাংলাদেশে সব আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা করা ৩২ নম্বর ভাঙার মতো জায়েজ হয়ে গেছে, এটা খুব ভয়ংকর প্রবণতা। এমনকি যিনি এই হামলা করেছেন, নিশ্চিতভাবে যদি দেখাও যায়, তার বাড়িতেও আমরা হামলা করতে পারি না। তার অপরাধের জন্য তার বাড়িতে, অন্য কারোর ওপরে কোনো হামলা করতে পারি না।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ‘ওই ভদ্রলোককে যদি আমরা পেতাম, তার ওপরে পাল্টা হামলা করতে পারি না। আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই। শেখ হাসিনার চেয়ে বড় অপরাধী আর কে আছে? কিন্তু তার কৃতকর্মের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওপরে আওয়ামী লীগের লোকজনের ওপরে বা আওয়ামী লীগের নিজস্ব অপরাধের জন্য তাদের ওপর এ ধরনের পাল্টা কোনো হামলা বেআইনি কাজ। সেটার বিরুদ্ধে আমরা কঠোরভাবে কথা বলেছি।
তিনি বলেন, ‘আমি আশা করি, আমরা এই একটা ব্যাপার বুঝব, শেখ হাসিনা বাংলাদেশকে মগের মুল্লুক বানিয়েছেন, যেখানে আইন-বিধি-শৃঙ্খলা কাজ করে না। আমরা বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ বানাতে চাই, যেখানে আইনের শাসন থাকবে এবং সে চর্চাটা এখনই আমরা শুরু করে প্র্যাকটিস করে দেখাতে চাই। ওরা যে অন্যায় করেছে তার পাল্টায় একটা অন্যায় করা জায়েজ হয়ে গেছে, এর চেয়ে কোনো কুযুক্তি, এর চেয়ে কোনো ফালতু কথা হতে পারে না। আমরা যেন এই ট্র্যাপে পা না দিই।
তিনি আরো বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা ক্ষুব্ধ আছি, যৌক্তিক কারণেই ক্ষুব্ধ আছি। আমরা ইমোশনাল আছি, এই বীভৎসতার পরও আওয়ামী লীগের যে আচরণ, সেটা আমাদের ক্ষুব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি মানতে প্রস্তুত আছি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দিনের শেষে আসলে আমাদের এটা নিয়ন্ত্রণ করে ভাবতে হবে, আমি কারো ওপরে, আমার ওপরে অন্যায় হয়েছে বলে আমি কারো ওপরে পাল্টা অন্যায় করার অধিকার রাখি কি না।’












































