
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে বিধি বহির্ভূতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই শোকজের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি। নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া জানানো হয়।
রোববার (১৮ জানুয়ারি) রাতে এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম প্রতিক্রিয়া বলেন, ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ সম্বলিত ব্যানার জানানো হয়েছে। যেটা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। তাছাড়া ও নির্বাচনী আচরণ বিধিমেলার কোনো ব্যত্যয় ঘটেনি।’
এদিকে ইসি জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থীদের দেওয়া জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও উল্লেখ করেছে কমিশন।







































