প্রচ্ছদ জাতীয় নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা।

বুধবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুফতি আমির হামজা বলেন, আমি কুষ্টিয়ায় মানুষের কল্যাণে কাজ করতে চাই। সরকারি অফিসগুলোকে জনবান্ধব করে তুলতে হবে। সাধারণ মানুষ এখনো এসপি অফিস, থানা কিংবা সিভিল সার্ভিস অফিসে যেতে ভয় পায়। আমরা সুযোগ পেলে এসব প্রতিষ্ঠানকে জনগণের সেবার জায়গা হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, কুষ্টিয়া চিনি কল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন।

জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন ও কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের প্রার্থী আফজাল হোসেন।

সভায় জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি গণ-আন্দোলনে জামায়াতে ইসলামের ভূমিকা রয়েছে। এখন সময় এসেছে নির্বাচনে প্রভাব, কালো টাকা ও ক্ষমতার অপব্যবহার বন্ধের। ৩১টি দলের মধ্যে ২৫টি দলই পি আর (PR) পদ্ধতির পক্ষে। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব।