প্রচ্ছদ জাতীয় নতুন ঘোষণা, দল ছাড়লেন আঃলীগ নেতা শাহাবুদ্দিন

নতুন ঘোষণা, দল ছাড়লেন আঃলীগ নেতা শাহাবুদ্দিন

জাতীয়:হত্যা মামলায় কারাগারে থাকা মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী ও তার স্ত্রী অধ্যাপক শাবানা শাহিন। শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।

আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত ২৫ অক্টোবর মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের কথা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশ্যে আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন।

আইনজীবী জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সেসব ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রঙ্কাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়, যা কারাগারে সম্ভব নয়। এর আগে মাদারীপুরের পুলিশ সুপার বরাবর শাহাবুদ্দিন আহমেদ মোল্লার কারামুক্তি চেয়ে তার স্ত্রী শাবানা শাহিন আবেদন করেন।

শাবানা শাহিন জানান, গত ২৫ অক্টোবর কারাগার থেকে শাহাবুদ্দিন মোল্লা আমাকে এবং তার আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পীকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন তিনি জেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লাকে আটক করে বিজিবি। পরে বিজিবির সদস্যরা তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেন। গত ১৭ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-৩ ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান, শাজাহান খানের ছোট ভাই ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মাদারীপুরের সাবেক পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান বাচ্চু প্রমুখ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।