প্রচ্ছদ জাতীয় নতুন আরেকটি বিপ্লবের ভবিষ্যদ্বাণী দিলেন জামায়াত নেতা

নতুন আরেকটি বিপ্লবের ভবিষ্যদ্বাণী দিলেন জামায়াত নেতা

কুষ্টিয়া জেলার সদস্য (রুকন) সম্মেলনে ৫ আগস্ট এর পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব হবে বলে উল্লেখ করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গতকাল ৮ নভেম্বর শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের জন্য এই অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবেন জানিয়ে জামায়াতের নেতা বলেন, ‘যৌক্তিক সময় বলতে তিনি বুঝিয়েছেন, না খুব দ্রুত, না খুব দেরি। মধ্যম সময়ে যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি আরো উল্লেখ করে বলেন জনগণ যেন অবাধে ভোট দিতে পারবে, তার জন্যয যতটুকু সময় লাগে, সেটিকেই তিনি যৌক্তিক সময় বুঝিয়েছেন। নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনের তফসিল ঘোষিত হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বলে উল্লেখ করেন

প্রধান অতিথির বক্তব্যে মি.পরোয়ার আরো বলেন,৫ আগস্ট এর পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব। সেই ইসলামী বিপ্লবের জন্য সকল রূকন ভাইবোনদের কে প্রস্তত থাকতে হবে। রুকনদেরকে বলা হয় সংগঠনের খুঁটি, খুঁটিকে মজবুত করে ধরে রাখার জন্য প্রয়োজন শক্ত ঈমান । আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তা অর্জন করতে হবে।

জেলা আমির আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন সহ আরো অনেকে।অনুষ্ঠানের শুরুতে আগামী দুই বছরের জন্য জেলা আমিরের শপথ করানো হয়।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।