প্রচ্ছদ আন্তর্জাতিক ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’, স্কুল বন্ধ ঘোষণা

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’, স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক: ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর এবার চীনের দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ধিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’। চলতি বছর চীনে এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে ধারণা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে চীনের হাইনান প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ফ্লাইট চলাচলা বাতিল করা হয়েছে।

সুপার টাইফুন ইয়াগির নাম দিয়েছে জাপান। এর অর্থ- ছাগল। গত সপ্তাহে এটি ব্যাপক শক্তি নিয়ে ফিলিপাইনে আঘাত হেনেছিলো।

জানা গেছে, ঝড়টি সর্বোচ্চ ২০৯ কিলোমিটার বেগে আঘাত হানবে। আটলান্টিক সাগরে সৃষ্ট ৫ ক্যাটাগরির হ্যারিকেন বেরিলের পর বিশ্বে এটিই হতে যাচ্ছে এ বছরের দ্বিতীয় শক্তিশালী সাইক্লোন। শুক্রবার দক্ষিণ চীন সাগরে টাইফুনটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

সূত্র : প্রবাসীরদিগন্ত, জুমবাংলা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।