প্রবাসী সংবাদ : ওমানের মাস্কাট শহরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী তরুণ ধার দেনায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।
শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে এ ঘটনা ঘটে। নিহতের ভগ্নিপতি মো.আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে ধার দেনা করে শাকিল ১১ মাস ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে সে ইলেকট্রিক ও পাইপ ফিটারের কাজ করত।
খুব একটা ভালো আয় রোজগার ছিল না সেখানে, এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। গত কিছু দিন যাবত এ বিষয় তার মধ্যে হতাশা কাজ করতে শুনেছি। কিন্ত আমাদের সাথে সে বিষয়গুলো শেয়ার করেনি, সে এতটা চিন্তিত, এতটা হতাশাগ্রস্ত ছিল যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো এটা আমাদেরকে বুঝতেই দেয় নি।
শনিবার ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।
বসুরহাট শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |