প্রচ্ছদ জাতীয় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় গণনা।

এরইমধ্যে বেশ কয়েকটি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে জয়ী হয়েছেন:

জৈন্তাপুর

সিলেটের জৈন্তাপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট

সিলেটের গোয়াইনঘাটে জেলা বিএনপি’র বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ।

কোম্পানীগঞ্জ

সিলেটের কোম্পানীগঞ্জে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ।

কুমিল্লা সদর দক্ষিণ

কুমিল্লার সদর দক্ষিণে এবার উপজেলা চেয়ারম্যান পদে জেলা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু (হেলিকপ্টার প্রতীক) ২০ হাজার ৭৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান রিপন (আনারস প্রতীক) ১৪ হাজার ৭৯০ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইসমাইল মজুমদার (মাইক প্রতীক) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খন্দকার ফরিদা ইয়াসমিন (কলস প্রতীক) জয় লাভ করেছে। তারা সবাই নতুন মুখ।

বরুড়া

কুমিল্লার বরুড়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হামিদ লতিফ ভূঁইয়া কামাল (আনারস প্রতীক) ৮৯ হাজার ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএনএম মাইনুল ইসলাম ৪২ হাজার ৫৪ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. কালাম হোসেন ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনুয়ারা বেগম (কলস প্রতীক) জয় লাভ করেন। তারাও সবাই নতুন মুখ।

উল্লাপাড়া

সিরাজগঞ্জের উল্লপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেলিনা মির্জা মুক্তি নির্বাচিত হয়েছেন। অপরদিকে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

রানীশংকৈল

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব ৪৪ হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৮০ ভোট।

শিবালয়

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুর রহিম খাঁন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান।

দৌলতপুর

দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ মুহাম্মদ শফিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা।

ঘিওর

ঘিওর উপজেলায় চেয়ারম্যান নির্বাাচিত হয়েছেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি।

কালকিনি

মাদারীপুরের কালকিনি উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তৌফিকুজ্জামান শাহিন। টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে ইকবাল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কলস প্রতীকের আরিফা আক্তার। তিনি ২৫হাজার ৭১৯ ভোট পেয়েছেন।