প্রচ্ছদ হেড লাইন দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট

দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন। বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ফ্লাইটটি উড্ডয়ন করে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

দীর্ঘ নির্বাসন শেষে স্বদেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করে এক শব্দের স্ট্যাটাস দেন— ‘ফেরা’।

এদিকে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ‘রাজকীয়’ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত বিশাল জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তার বক্তব্যের জন্য একটি বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।

হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এই পূর্বাচলেই যাবেন তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই ৩০০ ফিট হাইওয়ে এলাকায় ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত যেন তিল ধারণের জায়গা নেই। সবার মনেই উৎসবের আমেজ। সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান— লিডার আসছে।

সূত্র : ইত্তেফাক