প্রচ্ছদ জাতীয় দেশে এলো তারেক রহমানের বিশেষ সুবিধাসম্পন্ন বুলেটপ্রুফ হার্ড জিপ গাড়ি

দেশে এলো তারেক রহমানের বিশেষ সুবিধাসম্পন্ন বুলেটপ্রুফ হার্ড জিপ গাড়ি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি দেশে এসে পৌঁছেছে। এটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের সাদা রঙের সাত আসনের গাড়ি, যা ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (২ ডিসেম্বর) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। গাড়িটি চলতি বছর জাপানে উৎপাদিত হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে।

সরকারি অনুমতি অনুযায়ী, বিএনপিকে দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার সুযোগ দেওয়া হয় নির্বাচনী প্রচারণার নিরাপত্তার জন্য, যার মধ্যে একটি গাড়ির অনুমতি জুনে এবং আরেকটির অক্টোবর মাসে দেওয়া হয়। তবে এই গাড়িটি বুলেটপ্রুফ কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

গাড়িটির আমদানির মূল্য ৩৭ হাজার মার্কিন ডলার দেখানো হলেও শুল্ক ও কর বাবদ সরকারকে দিতে হয়েছে প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা। মোট খরচ দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

বিআরটিএ সূত্রে জানা গেছে, গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত এবং দলীয় কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনেই মালিকানা ঠিকানা দেওয়া হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮’। ফিটনেসের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এবং ট্যাক্স টোকেনের মেয়াদ এক বছরের জন্য নির্ধারিত হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত আমদানিকারক প্রতিষ্ঠান ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’-এর শোরুমে গাড়িটি দেখা গেছে, তবে শোরুমের কর্মচারীরা গাড়ির ছবি তোলার অনুমতি দেননি এবং এটি কার জন্য আনা হয়েছে তা জানাননি। সদ্য নিবন্ধিত এই জিপটির সাধারণ ওজন ২,৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি।

সূত্র : ইত্তেফাক