প্রচ্ছদ হেড লাইন দেশি অস্ত্রসহ বিএনপি’র নেতা আটক, জানা গেল পরিচয়

দেশি অস্ত্রসহ বিএনপি’র নেতা আটক, জানা গেল পরিচয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে গাইবান্ধার ফুলছড়িতে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক মিলন মিয়া (৪৪) কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তার বাড়ি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে চারটি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা জানান, যৌথ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো ইতোমধ্যে জব্দ করা হয়েছে। আটক মিলন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফুলছড়ি থানা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু বলেন, কিছু নেতা অতিউৎসাহী হয়ে এ ধরণের দুঃসাহসিক কাজ করছে। যারা দলের ভালো চায় না তারাই এই ধরনের কাজ করতে পারে। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।