
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ নাগরিকদের কাছে থাকা সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত রবিবার (১৮ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্রগুলো নিকটস্থ থানায় জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে বৈধভাবে মনোনয়নপত্র দাখিলকারী ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁদের জন্য অনুমোদিত সশস্ত্র দেহরক্ষীদের (রিটেইনার) ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তারা নিজ নিজ নিরাপত্তার প্রয়োজনে অস্ত্র বহন করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, সরকারের এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলার অবনতি রোধ এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই আগ্নেয়াস্ত্র জমার এই প্রথাগত কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়।








































