হেড লাইন: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘দুর্নীতি করেছি কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় এক নির্বাচনী সভায় এই চ্যালেঞ্জ জানান তিনি। আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ওই নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘আমাকে অসম্মানিত করার চেষ্টা করে লাভ হবে না। আমি দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি নিজের পকেট ভরতে আসিনি। দেশের কাজ ও মানুষের কাজ করতে রাজনীতিতে এসেছি। সরকারকে যতটুকু সহযোগিতা করা যায়, নিজের সামর্থ্য অনুযায়ী ততটুকু করেছি।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আল্লাহর হুকুম ছিল না, নানা কারণে বাবা মন্ত্রী হতে পারেননি। কিন্তু আনোয়ারার মানুষের আশা ছিল বাবু মিয়া (আখতারুজ্জামান চৌধুরী বাবু) মন্ত্রী হবেন। সে আশা আমার মাধ্যমে আল্লাহ পূরণ করেছেন। দুইবার মন্ত্রী হয়েছি। দুইবার মন্ত্রী হয়েছি বলে দেশের কাজ অনেক বেশি করতে পেরেছি। সততার সঙ্গে কাজ করেছি। আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার ১০ বছরের মন্ত্রিত্বকালে কেউ বলতে পারবে না আমি এক টাকার দুর্নীতি করেছি। এটা ওপেন চ্যালেঞ্জ।’ সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। ব্যবসা-বাণিজ্য করেছি। ব্যবসা না করলে চলব কী করে? ব্যবসা করে চলতে হবে। আমি তো চুরি-চামারি করিনি। দেশের ও মানুষের হক খেয়ে আমি চলতে পারব না। হারামের পয়সা আমার দরকার নেই। দুর্নীতি হলো হারামের পয়সা। এমপি-মন্ত্রী হয়ে আমি ব্যবসা করিনি। আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আমিও ব্যবসায়ী। ব্যবসা করে আয় করেছি।’
এসব বলে নৌকার সমর্থনে স্লোগান ধরেন তিনি। মানুষকে ভোটকেন্দ্রে এসে আবারও নৌকাকে জয়ী করতে আহ্বান জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিচ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |