
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে বজ্রাঘাতে আব্দুল হাকিম সর্দার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে প্রবল বর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম সর্দার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে তিনি গাইদগাছি গ্রামের একটি ঘেরে মাছ ধরতে যান। এসময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।