প্রচ্ছদ আবহাওয়া দুপুর ১টার মধ্যে পাঁচ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

দুপুর ১টার মধ্যে পাঁচ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

আবহাওয়া: দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার (১৮ জুন) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের তীব্রতা বেশি। তবে মৌসুমি বায়ুর প্রভাব বাড়তে শুরু করেছে। ফলে বুধবার (১৯ জুন) থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং গরমের তীব্রতা কমে আসবে।

সিলেটে বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ওই অঞ্চলে আরও এক সপ্তাহ বৃষ্টিপাত হবে। উজানের আসাম, মেঘালয় অঞ্চলেও বৃষ্টিপাত হবে।