প্রচ্ছদ হেড লাইন দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

জাতীয়: তীব্র তাপপ্রবাহে এপ্রিল মাসজুড়ে পুড়েছে দেশবাসী। এরপর মে মাসের শুরুতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি দেখা যায়। এরপর থেকেই দেশের কোথাও না কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ায় গরম কমেছে অনেকটা।

গরম আবার আসছে। দেশে চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকবে আগামী ১৩ তারিখ পর্যন্ত। এরপর থেকেই বাড়বে তাপমাত্রা। যা তিন থেকে চার দিন থাকবে। তবে ভাবনার কিছু নেই ১৯ মে থেকে সারা দেশে ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে এমন তথ্য জানানো হয়েছে, দিনে বৃষ্টি না হলেও রাতে হতে পারে বৃষ্টি। দেশজুড়ে এ অবস্থা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ থেকে ১৮ মে বৃষ্টি কমে কিছুটা তাপমাত্রা বাড়বে।

তাপমাত্রা বাড়লেও তা আগের মতো অসহনীয় গরমের অনুভূতি দেবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১২ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।