প্রচ্ছদ হেড লাইন দুঃখ হয়, ভালো কথা বললেও এটাকে অন্যভাবে নেন: আইনমন্ত্রী

দুঃখ হয়, ভালো কথা বললেও এটাকে অন্যভাবে নেন: আইনমন্ত্রী

মিডিয়া: সাগর-রুনি হত্যাকারীদের ধরতে ‘৫০ বছরও সময় লাগতে পারে’ এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা কসবা আখাউড়ায় সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমি বলেছি যারা সত্যিকারের এই অপরাধটা করেছে (সাগর-রুনি হত্যা) তাদেরকে ধরার জন্য সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে সেই সময়টা দিতে হবে, সেটা বোঝাতে গিয়ে আমি বলেছি যদি ৫০ বছরও সময় লাগে সেই সময়টা দিতে হবে। এটা আপেক্ষিক বিষয়। এটা কোনো বিতর্কের প্রশ্ন না, আমার দুঃখ হয় আপনাদের ভালো কথা বললেও এটাকে অন্যভাবে নেন।

তিনি আরও বলেন, যারা এই খুনটা করেছে অপরাধ করেছে যত সময় লাগুক তাদেরকে আমরা ধরবো। আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত আপরাধীকে ধরার জন্য।

মন্ত্রী বলেন, আমাদের আইনি কাঠামোতে বলা আছে, যারা অপরাধী নয় তাদের হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে এ কারণেই আমি এই কথাটা বলেছি। আর আপনারা ক্ষেপে গেলেন। আমি তো বুঝলাম না আপনার জন্য ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপলেন কেন?

আইনমন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক মামলা আছে যেই মামলার তদন্ত দীর্ঘদিন ধরে চলছে। আমি যে কারণে এই সময়ের কথা বলেছি। উদাহরণ দিয়ে তিনি বলেন, এই তো সেই দিন ইউনাইটেড কিংডমে ৪২ বছর পরে একটা খুনের মামলার আসামি ধরছে। যুক্তরাষ্ট্রের মত দেশে ২০ বছর পরও মামলার রহস্য উৎঘাটিত হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।