জাতীয়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন। ৩৬ সদস্যের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন বৃহস্পতিবার (১১ জানুয়ারি)।।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করা হলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটি এখনো প্রকাশ করা হয়নি। তবে সরকার এবং রাজনৈতিক বিভিন্ন সূত্র থেকে দফতর বণ্টনের সম্ভাব্য কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্য বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারে বড় পরিবর্তন।
এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যদের সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তারা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন। পরে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন।
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সে বিষয়টি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সচিবালয় এবং রাজনৈতিক বিভিন্ন সূত্রে দফতর বণ্টন নিয়ে পাওয়া যাচ্ছে তথ্য বলছে, পূর্বের মন্ত্রিসভার অনেক সদস্যই এবারের মন্ত্রিসভায় স্থান পেলেও দফতর বণ্টনে আসছে বড় রকমের পরিবর্তন।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডা. দীপু মনিকে দেয়া হতে পারে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। সেক্ষেত্রে তিনি আর শিক্ষা মন্ত্রণালয়ে থাকছেন না। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী নওফেল এবার শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন।
সূত্রগুলো জানাচ্ছে, গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত আ. ক. ম. মোজাম্মেল হক পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এর আগেও একই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়া ওবায়দুল কাদেরও পাচ্ছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনিও ছিলেন একই মন্ত্রণালয়ে।
সূত্র জানাচ্ছে, বর্তমান মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ড. হাছান মাহমুদ পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ এ আরাফাত। তবে আসাদুজ্জামান খান কামাল আগের মতোই স্বরাষ্ট্রে দায়িত্ব পালন করবেন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসানকে দেয়া হতে পারে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব।
এদিকে গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত মুহাম্মদ ফারুক খান পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা নসরুল হামিদ বিপু একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
এছাড়া সাবের হোসেন চৌধুরী বন ও পরিবেশ মন্ত্রণালয়, তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
এছাড়া টেকনোক্র্যাট কোটায় ডা. সামন্ত লাল সেন পেতে পারেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং স্থপতি ইয়াফেস ওসমান পেতে পারেন আবারও থাকতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে।
বিভিন্ন সূত্র থেকে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন সংক্রান্ত এমন তথ্য পাওয়া গেলেও দফতর বণ্টনের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব বণ্টন করলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে মন্ত্রীদের দফতরের নাম।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |