প্রচ্ছদ আর্ন্তজাতিক দিল্লির আকাশে আতঙ্ক, একরাতে তছনছ বহু প্রাণ!

দিল্লির আকাশে আতঙ্ক, একরাতে তছনছ বহু প্রাণ!

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের এলএনজেপি (লোকনায়ক জয়প্রকাশ) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

কী ঘটেছিলো লালকেল্লার বাইরে?

সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ পুরনো দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের আরও কয়েকটি গাড়ি ও রিকশা আগুনে পুড়ে যায়। পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় বহু হতাহত হয়েছেন।

ঠিক কোথায় ঘটেছে বিস্ফোরণটি?

বিস্ফোরণের স্থানটি লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে, দিল্লি গেট থেকে কাশ্মীর গেট পর্যন্ত সড়কের ওপর অবস্থিত। এই জায়গাটি চাঁদনি চক মার্কেটের বিপরীতে এবং জামে মসজিদ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। এটি পুরনো দিল্লির অন্যতম ব্যস্ততম এলাকা।
কখন ঘটেছে ঘটনা?

সোমবার সন্ধ্যায়, ব্যস্ত সময়ে, এক ধীরগতির সিএনজি গাড়ি লাল সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটে। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান, বিস্ফোরণের সময় গাড়িটিতে ২-৩ জন যাত্রী ছিলেন।

ঘটনাস্থলের বর্তমান অবস্থা

দিল্লি পুলিশ, স্পেশাল সেল ও দমকলের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। আশপাশের এলাকায় জারি হয়েছে উচ্চ সতর্কতা। এদিকে এই ঘটনায় দিল্লি পুলিশ লালকেল্লা মেট্রোর গেট নম্বর ১ ও ৪–এর প্রবেশ ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জানিয়েছে, পুরো নেটওয়ার্কে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

বিস্ফোরণে হতাহতের সংখ্যা

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফোন পেয়ে ৭টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

উত্তর প্রদেশে নিরাপত্তা জোরদার

বিস্ফোরণের পর উত্তর প্রদেশ জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। রাজ্যের এডিজি (ল’ অ্যান্ড অর্ডার) অমিতাভ ইয়শ জানান, সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও ব্যস্ত জেলাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব জেলায় পুলিশ টহল ও তল্লাশি অভিযান চালাচ্ছে।

ভারতে অতীতের বিস্ফোরণগুলো

ভারতে পূর্বেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেমন গত বছর বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ থেকে শুরু করে ২০০৮ সালের দিল্লির ধারাবাহিক বোমা হামলা পর্যন্ত। যদিও সম্প্রতি দেশটিতে এমন হামলার কোনো নজির নেই।