ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উলটো করে ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে শাহের সেই মন্তব্যের প্রতিবাদে এবার সরব হল ঢাকা। ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদের হাতে প্রতিবাদলিপি তুলে দিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। ভারতের রাজনৈতিক নেতাদের ‘এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য’ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন। তাই এখনও নির্ঘণ্ট প্রকাশ না হলেও সেখানে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি। গত শুক্রবার সেখানে গিয়ে একটি জনসভায় ভাষণ দেন শাহ। সেই রাজ্যে ক্ষমতায় থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটকে আক্রমণ শানান অনুপ্রবেশ ইস্যুতে।
এই নিয়ে অমিত শাহ বলেন, ভোটব্যাংক হারানোর ভয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি ও কংগ্রেস অনুপ্রবেশকে আস্কারা দিয়ে চলেছে। যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেক বাংলাদেশি, রোহিঙ্গাকে খুঁজে বের করবে বিজেপির সরকার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে উলটো করে ঝুলিয়ে সোজা করব।
ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে লেখা প্রতিবাদলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়- ভারত সরকারের উচিত দেশের রাজনীতিবিদদের এই ধরনের আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত রাখা। এই বিষয়ে নেতাদের সতর্ক করা উচিত সরকারের। এহেন মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাবকে ক্ষুণ্ন করে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, যুগান্তর
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |