প্রচ্ছদ ধর্ম ও জীবন দিনের বেলায় আমিরাতের আকাশে ঈদের চাঁদ

দিনের বেলায় আমিরাতের আকাশে ঈদের চাঁদ

ধর্ম ও জীবন: মধ্যপ্রাচ্যে সোমবার ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হলেও এদিন চাঁদ দেখা না যাওয়ায় ওই অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে চাঁদটি দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে। খবর খালিজ টাইমসের।

জানা গেছে, আমিরাতের আকাশে সকাল বেলাই উঁকি দেয় অস্পষ্ট ঈদের চাঁদ। এটির ছবি প্রকাশ করেছে অ্যাস্ট্রোনোমি সেন্টার। আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি তোলা হয়েছে। ছবিটি এমন সময় তোলা হয় যখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এটি খালি চোখে দেখা যাচ্ছিল না।

এদিকে, আমিরাতের সাধারণ মানুষ ঈদে টানা ৯দিনের ছুটি পেয়েছেন। ছুটি বেশি পাওয়ায় দেশটিতে ঈদ উৎসবের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, আমিরাতের মতো সৌদি আরবেও ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি সোমবারন। এরপর দেশটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বুধবার উদযাপিত হবে মহাখুশির ঈদ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।