প্রচ্ছদ খেলাধুলা দল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থক শিক্ষকের ছুটির আবেদন !

দল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থক শিক্ষকের ছুটির আবেদন !

খেলাধুলা: কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় উরুগুয়ের কাছে হেরে গেছে ব্রাজিল। রোববার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ উরুগুয়ের কাছে ট্রাইবেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। এদিকে ম্যাচ হেরে হতাশার ছায়া নেমে আসে বাংলাদেশে ব্রাজিল ভক্তদের মাঝে।

প্রিয় দল হেরে যাওয়ায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক ব্রাজিল সমর্থক সন্তোষ কুমার মনের কষ্টে স্কুল কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছেন।

ভারাক্রান্ত মন নিয়ে তিনি রোববার একদিনের জন্য ছুটির আবেদন করেছেন তিনি। সেই ছুটির আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

লিখিত আবেদনে ওই শিক্ষক বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, প্রিয় দল ব্রাজিল আজ সকালে কোপা আমেরিকা কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রাইবেকারে পরাজিত হয়েছে। প্রিয় দল ব্রাজিল পরাজিত হওয়ায় আমি ভীষণভাবে মর্মাহত। এই অবস্থায় আমি বিদ্যালয় যেতে পারছি না। আমাকে একদিনের ছুটি দিতে বর্ধিত করবেন।’ 

এ বিষয়ে দাশুড়িয়া প্রি ক্যাডেট স্কুলের পরিচালক গোপাল অধিকারী জানান, ‘ব্রাজিল হেরে যাওয়ায় তার স্কুলের সহকারী শিক্ষক সন্তোষ কুমার মনের দু:খ  নিয়ে একদিনের ছুটির আবেদন করেছেন। আমরা স্কুল কর্তৃপক্ষ তাকে একদিনের ছুটি দিয়েছি। আগামীকাল সোমবার তিনি স্কুলে আসবেন।’ 

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।