হেড লাইন: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিপর্যয়ের সময় মানবতার ডাকে সাড়া দিয়ে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ একযোগে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের একদিনের বেতন দিয়েও বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও এবং তার কিছু স্ক্রিনশট প্রচার করে দাবি করা হচ্ছে ত্রাণ নিয়ে ফেনী যাওয়ার পথে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজন স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় পাঁচজন স্বেচ্ছাসেবী নিহত হওয়ার দাবি সত্য নয় বরং চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার ভিডিও ব্যবহার করে এই মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।
এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে গত ২৩ আগস্ট ‘মোহাঃ তৌহিদুল আলম সবুর’ নামের একটি ফেসবুক আইডিতে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে একটি মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা ঘটে। সিমেন্ট বোঝাই ট্রাকটি সোনাপুর গ্রামে মোজাম্মেল নামের একজনের বাড়ির সামনে উল্টে পুকুরে পড়ে যায়। এই ট্রাকটি পিরোজপুর বাজার থেকে বারিক বাজারে সিমেন্ট আনলোড করতে যাচ্ছিল।
এই ভিডিওটির সাথে ফেনীতে ত্রাণ নিয়ে যাওয়া ট্রাক খাদে পড়ে পাঁচজন নিহত হওয়ার দাবির ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়।
ওই পোস্টের সূত্র ধরে আরও কিছু ফেসবুক পোস্ট (১,২,৩) খুঁজে পাওয়া যায়, যেখানে সংযুক্ত একাধিক ভিডিও এবং ছবির সাথে দাবিকৃত ভিডিওটির মিল পাওয়া যায়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে একই ঘটনার নিয়ে মূলধারার একাধিক গণমাধ্যমে (১,২) প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, গত ২৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় দুজন শ্রমিক নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আবদুর রাজ্জাক (৪৫) ও পানি আলী (৫০)। তারা উভয়েই সেই ট্রাকের শ্রমিক ছিলেন।
এছাড়া মূলধারার গণমাধ্যমগুলোতে অনুসন্ধান করেও ফেনীতে ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে বুটেক্স টিমের গাড়ি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। (১,২)
সুতরাং, ত্রাণ নিয়ে ফেনী যাওয়ার পথে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজন স্বেচ্ছাসেবী নিহত হওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis.
- মোহাঃ তৌহিদুল আলম সবুর – Facebook Post
- Haiul Islam – Facebook Post
- Hamim Vlog – Facebook Post
- চাঁপাই ব্লগ – Facebook Post
- Prothom Alo – চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক পুকুরে উল্টে পড়ে দুজন শ্রমিক নিহত
- Independent Television – চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে নিহত ২
- Josibul Hasan – Facebook PostMehedi Hasan Farhan – Facebook Post
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |