প্রচ্ছদ বিনোদন তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন, অতীত নিয়ে মুখ খুললেন দীঘি

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন, অতীত নিয়ে মুখ খুললেন দীঘি

জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, বন্ধুত্বের বাইরে গিয়ে হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। এমনকি বিয়ের সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল ভক্তদের মুখে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিষয়টি পরিষ্কারভাবে জানালেন দীঘি।

সম্প্রতি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর ফের তাদ্র সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠে। এবার সংবাদমাধ্যমে দীঘি এ বিয়ে কথা বলেন। তিনি জানান, তৌহিদের সঙ্গে তার পরিচয় হয় একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখান থেকেই শুরু বন্ধুত্ব। কিন্তু হঠাৎ করেই বিষয়টি ভাইরাল হয়ে গেলে দুজনেই বিব্রত অবস্থায় পড়েন। দীঘির ভাষায়, আমরা কেউই প্রস্তুত ছিলাম না বিষয়টি এত বড় আকার নেবে। অনেকেই ভেবেছিলেন আমরা সম্পর্কে আছি, কিন্তু আমরা কখনোই তা বলিনি। বরং তৌহিদ এ ব্যাপারে আরও কড়াকড়ি ছিল।

অভিনেত্রী আরও জানান, অতিরিক্ত আলোচনা ও ভুয়া খবরের কারণে পরিবারের পক্ষ থেকেও চাপ সৃষ্টি হয়। ফলে দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন। দীঘির কথায়, একটা সময় এমন এসেছিল যে প্রায় এক বছর থেকে দেড় বছর আমাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগই ছিল না।

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আবারও আলোচনায় আসেন। তবে তার ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জনের মাঝে দীঘির এই বক্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।