জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মুসলিম বিশ্বের উন্নত দেশ তুরস্ক। একইসঙ্গে মুসলিম আবার গণতান্ত্রিক দেশও বটে। তাদের সঙ্গে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সাদৃশ্য আছে।
বৈঠকে কি বিষয়ে আলোচনা হলো এমন প্রশ্নে তিনি বলেন, বৈঠকে আসন্ন নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
জামায়াত নেতা আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে ব্যবসায়ীক বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক। তুরস্কের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী তারা। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও কীভবে গভীর করা যায় সেইসব বিষয়ে কথা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |