
ফরিদপুর-১ সংসদীয় আসনের তিনটি উপজেলা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে বিএনপির উপজেলা ও পৌর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণা করায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা।
নানা গুঞ্জন আর আলোচনা-সমালোচনার পর তিনটি উপজেলায় কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।
এসব কমিটিতে প্রাধান্য পেয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা।
গত ২৩ অক্টোবর রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
বোয়ালমারী উপজেলার ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ সাধারণ সম্পাদক ইমরান হোসেন। মধুখালী উপজেলায় সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক।
পৌর কমিটির সভাপতি হায়দার আলী মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস। আলফাডাঙ্গা উপজেলায় সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক হিসাবে মো. নুরুজ্জামান খসরু দায়িত্ব পান।
আলফাডাঙ্গা পৌর কমিটির সভাপতি হলেন মো. রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান হাসিব।
নতুন তিন উপজেলায় কমিটি গঠন প্রসঙ্গে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে এবার কমিটি করা হয়েছে। যারা দলের জন্য শ্রম ও মেধা দিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব নেতাদের নিয়ে কমিটি গঠন করায় এসব অঞ্চলে বিএনপি আরও শক্তিশালী হবে।










































