
বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ভর্তি সহায়তা প্রাপ্ত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মত বিনিময়ও করেছেন সংস্থাটির নেতৃবৃন্দ। তারা শিক্ষা প্রতিষ্টানগুলোর শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্টান প্রধানদের প্রতি আহবান জানিয়েছেন।

ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
স্ব স্ব প্রতিষ্টানের আমন্ত্রণে ট্রাস্টের সেক্রেটারী দেলোয়ার হোসেন, ট্রেজারার আক্তার হোসেন এবং বোর্ড অব ট্রাস্টি মো. নেজাম উদ্দিন নজরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বুধবার (২৮ ঁজানুয়ারী) সকালে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই দূপুরে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান এবং বিকেলে ঢাকাদক্ষিন দারুল উলুম হোসাইনিয়া মাদরাসার কমিটির সঙ্গে মত বিনিময় করেন।

ঢাকাদক্ষিন জামেয়া হোছাইনিয়া মাদরাসা
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাছুম আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম, সমাজসেবী আব্দুল মালিক, হোসেইন জামাল ও কবির আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় ট্রাস্টের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের প্রতিষ্টানে ভর্তি সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো বৃদ্ধি পাবে এবং তারা ঝরে পড়া থেকে রক্ষা পাবে।

ঢাকাদক্ষিন বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ
এসব শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ট্রাস্ট্রের কর্মকর্তাদের আশ্বস্থ করেন প্রতিটি শিক্ষার্থীর প্রতি তাদের দৃষ্টি রয়েছে। ভবিষ্যতে যাতে তারা আরো ভালো ফলাফল করে সে চেষ্টা তাদের অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যুক্তরাজ্যস্থ বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার হাত আরও প্রসারিত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।









































