প্রচ্ছদ হেড লাইন তিনজন ছাত্র উপদেষ্টা যোগ দেননি, বয়কট দালাল

তিনজন ছাত্র উপদেষ্টা যোগ দেননি, বয়কট দালাল

২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, প্রিয়জনদের নিয়ে এক সুধী সমাবেশের আয়োজন করে প্রথম আলো। অনুষ্ঠানে , রাজনীতিক, বুদ্ধিজীবী, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, নারীনেত্রী, শিল্প-সাহিত্যের গুণীজন,পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা এসেছিলেন অতিথি হয়ে। তবে তিনজন ছাত্র উপদেষ্টা প্রথম আলোর বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেননি বলে অনুমান করা হচ্ছে । তারা কিছু সংবাদপত্রের বিরুদ্ধে জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে চেয়েছিলেন।

অন্যদিকে, প্রথম আলোতে যারা যোগ দিয়েছে এবং ৫০ হাজার টাকার খাম নিয়ে ফেইসবুকে ছবি আপলোড দিয়েছে তাদেরকে চিনে রাখুন এমন পোস্টে সোস্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা ।

জনমতের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনো পরিবর্তন আনেনি। তারা প্রতিনিয়তই পতিত ফ্যাসিবাদ এবং বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে প্রথম আলো।

সেই প্রথম আলোর অনুষ্ঠানে যোগ দিয়েছেন রুমিন ফারহানা, নুর এবং রাশেদ। ইলিয়াস হোসেন লিখেছেন বয়কট প্রথম আলো এন্ড দা’লা’লস্ ।প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু।