প্রচ্ছদ জাতীয় তাহসানের বিসিএস ক্যাডার হওয়া নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য

তাহসানের বিসিএস ক্যাডার হওয়া নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য

বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে পিএসসির কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। এবার সেই প্রশ্নফাঁস কাণ্ডে জড়িয়ে পড়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান ও তার মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম।

প্রশ্নফাঁস কাণ্ডে সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী ছিলেন তাহসানের মা ড. জিনাতুন নেসার গাড়িচালক। তিনি পিএসসি চেয়ারম্যান থাকাকালীন তার ব্যক্তিগত গাড়ি চালাতেন আবেদ আলী।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, মা জিনাতুন নেসা পিএসসি চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান। কিন্তু সেই পরীক্ষা বাতিল হয়। পরবর্তীতে ভাইভা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তিনি।

এদিকে, তাহসানের পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে রিউমার স্ক্যানার। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, ২৪তম বিসিএসে ভাইভায় তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। সেখানে বলা হয়েছে, ‘মূলত ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি ২৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নফাঁসের অভিযোগে ৩ মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরবর্তী সময়ে পুনরায় ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়। অর্থাৎ, যে বিসিএসে তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পর-ই বাতিল হয়, তাই সেই বিসিএসে তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগই নেই। তাছাড়া ২৪তম বিসিএসে ভাইবা একবারই হয়েছিল। যার কারণে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও অমূলক।’

এদিকে ২৪তম বিসিএসের প্রশ্নফাঁস কেলেঙ্কারির বিষয়টি উঠে এসেছিল ঐ সময়ের জাতীয় পত্রিকাগুলোতেও। ২০০৩ সালের ৪ মার্চ ‘২৪তম বিসিএস পরীক্ষা বাতিল’ শিরোনামে একটি পত্রিকার প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরিক্ষা বাতিলের কথা। ঐ প্রতিবেদনে বলা হয়, ‘২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য এর আগে গতকাল সকালেই পিএসসি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলেরই সিদ্ধান্ত নেয়া হয়।’

রিউমার স্ক্যানার ও ২০০৩ সালের ৪ মার্চের প্রকাশিত সংবাদে বিষয়টি স্পষ্ট যে, ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল হয়। ফলে বিসিএসে তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগই নেই। এছাড়া ২৪তম বিসিএসে ভাইভা একবারই হয়েছিল। এ কারণে তাহসানের পুনরায় ভাইভায় অংশগ্রহণের দাবিটিও অমূলক।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।