
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তারেক রহমান বর্তমানে উদ্বেগে থাকলেও নিয়মিত যোগাযোগ রাখছেন। উপযুক্ত সময় এলে তিনি দেশে ফিরবেন।
রোববার (৩০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী আহ্বান জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা ভিড় তৈরি না করতে। তিনি উল্লেখ করেন, হাসপাতালে আরও অনেক রোগী রয়েছেন এবং তাদের চিকিৎসা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।
রিজভী আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। বিদেশে চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আশা করা হচ্ছে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন। এছাড়া বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির দুই সপ্তাহব্যাপী দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
সূত্র : জনকণ্ঠ












































