প্রচ্ছদ জাতীয় তারেক–খালেদার নেতৃত্বে বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে

তারেক–খালেদার নেতৃত্বে বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ঐক্যবদ্ধ হলে বিএনপি আরও গতিশীল হবে। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে, সেই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেই। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত এ বিজয়কে ঠেকাতে পারবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নাটোরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে “বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয়” শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু অভিযোগ করে বলেন, “ভুল বুঝিয়ে জামায়াত বিএনপির কিছু নেতা-কর্মীর মা-স্ত্রীদের দিয়ে তাদের পক্ষে কাজ করাচ্ছে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। সুযোগসন্ধানীদের প্রতিহত করে আমাদের সংগঠনকে ঘরে ঘরে, গ্রামে গ্রামে এবং মহল্লায় মহল্লায় এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “৫ তারিখের পর অনেকেই বিএনপি সাজতে চাইছে। কিন্তু আমাদের এসব ভুয়া পরিচয়ধারীদের থেকে সাবধান থাকতে হবে। অতীতেও আমি নাটোরের মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়নে কাজ করে যাব।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।