প্রচ্ছদ খেলাধুলা তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল বাছাই করলেন আশরাফুল

তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল বাছাই করলেন আশরাফুল

খেলাধুলা: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটি। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। ১ মে’র মধ্যে আইসিসিতে বিশ্বকাপ দল জমা দিতে হবে। যদিও ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই আইসিসিতে জমা দেয়া দলে পরিবর্তন আনা যাবে।

সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৪ মে) ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। ইনজুরিতে তাসকিন আহমেদ খেলতে না পারলে স্কোয়াডে ঢুকতে পারেন হাসান মাহমুদ। বিসিবির দল ঘোষণার আগে বিশ্বকাপের জন্য নিজের পছন্দের সেরা ১৫ ক্রিকেটার বাছাই করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাবেক এই অধিনায়ক তাসকিনকে দলে না রাখলেও দলে রেখেছেন মেহেদী হাসান মিরাজকে।

আশরাফুল নিজের পছন্দের দলে পেসার হিসেবে রেখেছেন মুস্তাফিজ, শরিফুল এবং সাকিবকে। ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে হয়তো তাসকিনকে দলে রাখেননি তিনি। পেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাইফউদ্দিন। মিডল অর্ডারে সাবেক এই অধিনায়ক ভরসা রেখেছেন অভিজ্ঞ সাকিব-রিয়াদের উপর। এছাড়া তরুণ ব্যাটার হৃদয়ও আছেন আশরাফুলের দলে। স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে রয়েছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুলের চোখে বাংলাদেশের বিশ্বকাপ দল : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।