প্রচ্ছদ জাতীয় তারকারা কেন লিখছেন ‘৯’, ‘২৪’, ‘৯৯+’? কারণ জানলে চমকে উঠবেন

তারকারা কেন লিখছেন ‘৯’, ‘২৪’, ‘৯৯+’? কারণ জানলে চমকে উঠবেন

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক দৃশ্য—নারী তারকাদের হাতে কিংবা গালে লেখা বিচিত্র সব সংখ্যা। অনেকেই ভাবছেন, এই সংখ্যার অর্থ কী? কেন এই প্রবণতা হঠাৎ ছড়িয়ে পড়ল?

জানা যায়, এটি ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী আন্দোলন, যার নাম ‘মাই নাম্বার, মাই রুলস’। প্রতিদিন তারা কতবার অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যা নিজেদের ছবির মাধ্যমে প্রকাশ করছেন তারকারা।

গত ২৫ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের গালে ‘৯’ লিখে তিনি জানান, প্রতিদিন অন্তত নয়বার হয়রানির মুখে পড়তে হয় তাকে।

তিশা পোস্টে লেখেন—

“সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা পার হয়ে এসেছি—সেটির সাক্ষী এই সংখ্যা।”

এরপরই একে একে যুক্ত হয়েছেন আরও তারকারা।

রুনা খান জানিয়েছেন, তার ‘নম্বর’ ২৪, শবনম ফারিয়া: ১০০০, দীঘি: ৩, মৌসুমী হামিদ: ৭২, সাজিয়া সুলতানা পুতুল: ৯, আশনা হাবিব ভাবনা: ৯৯+

তারা জানাচ্ছেন, প্রতিদিন এ সংখ্যক বার তাদের হয়রানির মুখোমুখি হতে হয়।

গণমাধ্যমকে রুনা খান বলেন, “শুধু তারকাই নন, যেকোনো নারীই সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়া মানুষের হাতে দ্রুত এসেছে, কিন্তু এর ব্যবহারবিধি শেখেনি অনেকেই।”

জানা যায়, ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনটি টানা ১৬ দিন সামাজিকমাধ্যমে চলবে।