প্রচ্ছদ জাতীয় তাবলিগ জামাতের ঘটনা নিয়ে সারজিসের ভিডিও বার্তা

তাবলিগ জামাতের ঘটনা নিয়ে সারজিসের ভিডিও বার্তা

চলমান তাবলিগ জামাতের দুপক্ষের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

ভিডিও বার্তায় সারজিস বলেছেন, মাওলানা সাদের অনুসারীরা তাদের দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন করতে চান। পরিস্থিতি সামাল দিতে একটি প্রতিনিধি দল তাদের

সঙ্গে আলোচলায় বসেন। তখন তারা দুটি দাবি জানায়। তার একটি হলো ভারতের মাওলানা সাদের ভিসা নিশ্চিত করা, দ্বিতীয়টি হলো জোড় ইজতেমার জন্য ২০-২৫ ডিসেম্বর ৫ দিনের জন্য মাঠ তাদের বরাদ্দ দেওয়া।

সাদের অনুসারীদের সঙ্গে আলোচনা শেষে প্রতিনিধি দল মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মধ্যরাতে কাকরাইল গিয়েছিলেন। তখনই খবর পান যে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীরা যাচ্ছে এবং তাতে সংঘর্ষ বেধেছে।

সারজিস আরও বলেন, ‘ঘটনা শুনেই তাদের (সাদের অনুসারী) ফোন করি। তাদের বলি, আলোচনা চলাকালে আপনারা যদি মুভ করেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে থাকব না। তারা কোনো কিছুর তোয়াক্কা না করে দখলের দিকে গেল। তাতে যে সংঘর্ষ ঘটল, তাতে ৩-৪টি প্রাণ হারিয়েছি আমরা।’

সাদের অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা (সাদ অনুসারীরা) আমাদের মতের বাইরে গিয়ে, আলোচনায় শ্রদ্ধা বা সম্মানটুকুও করা হয়নি। একপক্ষের সঙ্গে আলোচনা চলাকালে সেখানে আক্রমণ ও রক্তাক্ত ঘটনা ঘটেছে।’

ভিডিওতে কড়া হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেছেন, ‘আমরা যেন এটা মনে না করি, এখানে জীবন দিয়ে দেব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে এটা মনে করি যে এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জায়গা হতে পারে না।’

সর্বশেষে এ ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।