
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও জসীমউদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসেন এক ব্যক্তি নন। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে দুই ব্যক্তিই একই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হয়, তার প্রেক্ষিতে এমনটি জানায় সংগঠনটির একটি সূত্র। তাছাড়া ছাত্রলীগ নেতা এস এম ফরহাদ হোসেন নিজেই ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ রাত ৮টার দিকে ফেসবুকের এক পোস্টে এসএম ফরহাদকে ঢাবি শিবিরের সেক্রেটারি বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।
পোস্টে তিনি বলেন, “…শুক্রবার (জুলাই মাসে) যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বলল- “আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে, এতো এতো শহীদের রক্তের সাথে বেইমানী করতেছে তারা।
আন্দোলন শেষ হয়ে যাবে। কিছু দাবি-দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সাথে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই। আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার। তাছাড়া মঙ্গলবার রাতের মিটিংয়ে ঠিক করা কিছু দাবি দাওয়া আমার মাথায় আছে…”।