প্রচ্ছদ জাতীয় ঢাবি ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষে ‘সাফাই’ গাইলেন সারজিস

ঢাবি ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষে ‘সাফাই’ গাইলেন সারজিস

জাতীয়: ‘যারা সময়ের প্রয়োজনে ন্যায়ের পক্ষে ছাত্রলীগের সকল বাধা উপেক্ষা করে আমার সাথে জীবনবাজি রেখে রাজপথে নেমেছে, তারা আমার ভাই। ’২৪-এর অভ্যুত্থানের যোদ্ধা। আমি তাদের পক্ষে থাকব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ছাত্রলীগের পদধারী সদস্যদের গণ হারে গ্রেপ্তার সমর্থনযোগ্য নয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সারজিস লেখেন, ‘[ঢাকা বিশ্ববিদ্যালয়ের] ছাত্রলীগের পোস্টেড দেখেই গণ হারে গ্রেফতার কখনোই সমর্থন করি না। এটা হতে পারে না।’

তিনি বলেন, যারা ১ জুলাই থেকে আমাদের সাথে রাজপথে জীবন বাজি রেখে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, তাদের প্রতি এ আচরণ ঠিক নয়। আন্দোলন সফল না হলে এই শিক্ষার্থীদেরই বেশি ভোগান্তি পোহাতে হতো এবং তাদেরকে ‘বিশ্বাসঘাতক’ বলা হতো।

পোস্টের শুরুতে তিনি জানান, তার এ বক্তব্য কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী সদস্যদেরকে কেন্দ্র করে।

‘১ জুলাইয়ের পূর্বে এবং ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলমান ছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ আন্দোলনটা [কোটা সংস্কার আন্দোলন] মেইনলি ১৫ তারিখ পর্যন্ত হলের ছেলেমেয়েরাই [এগিয়ে] নিয়ে গিয়েছে।’

যে সিস্টেমের কারণে এসব শিক্ষার্থী বাধ্যতামূলকভাবে ছাত্রলীগে যুক্ত হয়েছে, সে সিস্টেমের জন্য সবাই দায়ী বলে উল্লেখ করেন সারজিস।

তিনি লিখেন- কারণ, আপনারা হলে ও ক্যাম্পাসে… ওদের সাথে হওয়া অন্যায়ে কেউ বাধা দেননি। ওরা যদি সেইফটি অ্যান্ড সিকিউরিটির জন্য পোস্ট নেয়, তবে আপনিও গা বাঁচাতে চুপ ছিলেন।’

‘বরং যখনই সুযোগ হয়েছে, ওরা সাহস করে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছে। আর তখনও আপনি নীরব দর্শক হয়ে অনেক কিছু শুধু দেখে গেছেন,’ লেখেন সারজিস।

তিনি আরও বলেন, ‘এই ৮০ শতাংশ ছাত্র যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তবে তদন্তসাপেক্ষে শাস্তি হোক।

‘কিন্তু যখন দরকার ছিল তখন রাজপথে নামালাম আর এখন ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টেড দেখেই গণ হারে গ্রেপ্তার হবে; এটা কখনোই সমর্থন করি না। এটা হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘যারা সময়ের প্রয়োজনে ন্যায়ের পক্ষে ছাত্রলীগের সকল বাধা উপেক্ষা করে আমার সাথে জীবন বাজি রেখে রাজপথে নেমেছে, তারা আমার ভাই। ’২৪-এর অভ্যুত্থানের যোদ্ধা। আমি তাদের পক্ষে থাকব।’

সূত্র : যুগান্তর

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।