
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং নারী শিক্ষার্থীদের নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।
এ সময় তারা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’; ‘আলী হুসেনের ছাত্রত্ব, বাতিল করো করতে হবে’; ‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও এতে বহিরাগতদের উপস্থিত থাকতে দেখা গেছে।
বিস্তারিত ভিডিওতে…