প্রচ্ছদ সারাদেশ ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে জনতার হাতে বোরকা পরিহিত ভারতীয় তরুণী আটক

ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে জনতার হাতে বোরকা পরিহিত ভারতীয় তরুণী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরের দিকে ভজনপুরের বামন পাড়া এলাকায় বোরকা পরিহিত ওই নারীকে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে বিচ্ছিন্নভাবে হাঁটতে দেখে স্থানীয়রা। পরে ভজপনুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।

বিজিবি জানায়, গ্রাম পুলিশের সদস্যরা ওই নারীকে ইউপি কার্যালয়ে নিয়ে যায়। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। এ সময় বিজিবি ও ইউপি সদস্যরা ওই নারীর কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তার নাম সানজিদা রুমা। বয়স ২৩ বছর। তার বাড়ি মুম্বাইয়ের বান্দ্রায়। বাবার নাম সেল্লু। তিনি একজন অভিনেতা। মায়ের নাম শান্তি। তার নানির বাড়ি পঞ্চগড়। তার বাবা মুসলিম। মা হিন্দু। কিন্তু পঞ্চগড়ের কোথায় তার নানির বাড়ি তিনি জানাতে পারেননি।

এ সময় পরিবারের কারো মোবাইল নম্বর আছে কিনা জানতে চাইলে সানজিদা রুমা বলেন, তার বাবা তাকে মোবাইল চালাতে দেয় না। তার বাবারও মোবাইল নেই। তার কোনও বন্ধুর নম্বরও জানা নেই।

সানজিদা রুমা জানান, তিনি বান্দ্রা থেকে প্রাইভেটকারে শিলিগুঁড়ি আসেন। তারপর পঞ্চগড়। কিন্তু পঞ্চগড় যে বাংলাদেশে এটি তিনি জানেন না। তিনি যে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন সেখানে কাঁটাতার নেই। তার কথায় অসংলগ্নতা রয়েছে। একপর্যায়ে তিনি বলেন, মুক্তা নামের এক বন্ধু তাকে দুই নদীর মাঝখানের সেতুতে আসতে বলে।

বিজিবি জানান, তিনি (সানজিদা রুমা) মানসিক ভারসাম্যহীন নন। কিন্তু তার ঠিকানা তিনি ভালো করে বলতে পারেননি। তাই থানায় সোপর্দ করা হয়েছে।

তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, বিজিবি একজন নারীকে থানায় নিয়ে এসেছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে তিনি আসলে ভারতীয় কিনা। তারপর আইনি ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাকে ভারতীয় বলে মনে হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।’

সূত্র : দেশ রুপান্তর

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।