
ভারতের ভূখণ্ডে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলছে এমন অভিযোগ সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বা ভারতীয় আইনবিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার অবগত নয়।
তিনি আরও স্পষ্ট করে জানান, “ভারতের মাটিকে ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালাতে সরকার কখনোই অনুমতি দেয় না।”
এর আগে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানায়। ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য হুমকি সৃষ্টি করছে।
সূত্র: জনকণ্ঠ