প্রচ্ছদ জাতীয় ডেডলাইন ১৩ ফেব্রুয়ারি, কি বার্তা আসছে আ’লীগের জন্য?

ডেডলাইন ১৩ ফেব্রুয়ারি, কি বার্তা আসছে আ’লীগের জন্য?

Oplus_131072

এবার ১৩ তারিখের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য।

এদিন পতিত এই দলটির জন্য আসবে কি কোনো নতুন বার্তা? কেন ১৩ ফেব্রুয়ারি? আদতে ওই দিনই দীর্ঘ বৈঠক হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্পের।

কারণ এরই মাঝে চূড়ান্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর। ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ হয়। সে সময় মোদির ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্পও সায় দেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি মোদি হোয়েইট হাউজে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এই সফরে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি।