জাতীয়:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। শনিবার পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশ অনুযায়ী অতিরিক্ত উপ-কমিশনার মো. এনামুল হক মিঠুকে পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে, রুবাইয়াত জামান সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ আলাউদ্দিনকে এপিবিএন-এ, মির্জা সালাহউদ্দিনকে রাজশাহীর সারদায়, এস এম জাহাঙ্গীর হাছানকে নৌ পুলিশে, মোহাম্মাদ শহিদুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
মাসুক মিয়াকে রেলওয়ে পুলিশে, কাজী মাকসুদা লিমাকে টাঙ্গাইলে, বদরুজ্জামান জিল্লুকে কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খন্দকার রবিউল আরাফাতওক র্যাবে, মো. ইলিয়াছ হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে ও সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে রাজশাহীর সারদায় বদলি করা হয়েছে।
একই দিন ডিএমপির উপকমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ভিন্ন ভিন্ন দায়িত্বে পাঠানো হয়।
উপ-পুলিশ কমিশনার ফারুক আহমেদকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে, সদরদপ্তর ও প্রশাসন বিভাগের আসফিকুজ্জামান আকতারকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, রমনা বিভাগের মো. শাহরিয়ার আলীকে মতিঝিল বিভাগে, ট্রাফিক রমনা বিভাগের রওনক জাহানকে উত্তরা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের মোহাম্মদ রুহুল কবীর খানকে তেজগাঁও বিভাগে, রওনক আলমকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে ও ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের মোহাম্মদ সোহেল রানাকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ক্ষমতার পালাবদলের মধ্যে পুলিশের প্রায় সকল পর্যায়ের কর্মকর্তাদের বদলি অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মতো প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের।
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত করা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে দিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
সূত্র: bdnews24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |