প্রচ্ছদ জাতীয় ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যা জানা গেলো

ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যা জানা গেলো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এ বিশেষ বৈঠকটি হয় বলে জানিয়েছে এনসিপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন।

তবে কোনো দলের পক্ষ থেকে বৈঠকে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।