
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশ নিতে চায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের জয় লাভ সম্পর্কে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, দীর্ঘ সময় ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও শিবির কিন্তু ঠিকই ছাত্রলীগের ভেতর ঢুকে ১৫ বছর ঠিকই ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পেরেছে। শেখ হাসিনা পতনের পর প্রথম দিনই ছাত্রদলকে ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীর নাম করে জামায়াত-শিবির প্রথমেই ছাত্রদলকে বের করে দিয়েছে। শিবির ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে। শিবির নানা রকম ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত ছিল। স্টুডেন্টদের মন জয় করার জন্য যা যা করা দরকার শিবির তাই করেছে।
তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল প্রস্তুতি নেওয়ার তেমন সুযোগ পায়নি। ছাত্রদল তো ডাকসু নির্বাচনে অংশ নিতে চায়নি। বিএনপি চায়নি এখন নির্বাচন হোক। এ নির্বাচনটা বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জাকসু নির্বাচনে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। বিএনপির ৩ শিক্ষকসহ অন্য একজন শিক্ষক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপির বাইরে অন্যান্য প্যানেল নির্বাচন বয়কট করেছে। এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচন দেখিনি।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে শীর্ষ ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল ২৫টির মধ্যে ২০টি পদে জয় লাভ করেছে।
সূত্র: বার্তা বাজার













































