প্রচ্ছদ জাতীয় ডাকসুর ছাত্রদল প্যানেলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার

ডাকসুর ছাত্রদল প্যানেলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে সমালোচিত হন ওসি মোজাফফর হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ওসি মোজাফফর ঘটনার পর থেকেই তার ‘আইডি হ্যাকড’ হওয়ার দাবি করে আসছেন।

প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে ওসি মোজাফফর তার ফেসবুক অ্যাকাউন্টে ২১, ১৭ ও ০৮ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন। ক্যাপশন ছিল- মেধাবীদের জন্য শুভকামনা। এসব নম্বর যথাক্রমে ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর।

আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এদিকে দেশজুড়ে সমালোচনা শুরু হলে ওসি মোজাফফর তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন মঙ্গলবার রাতে সদর মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।