বাংলাদেশ: প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই তার বসার সিট বলে পড়েছে বলে জানিয়েছেন তিনি। যে কারণে টেনশন বেড়ে গেছে বলেও মন্তব্য সুমনের।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি বলেন, ‘সংসদে আমার সিটটা বিরোধী দলের একেবারে পেছনে পড়েছে। এজন্য কেমন জানি একটা বিরোধী দল বিরোধী দল ভাব চলে আসছে। যদিও আমি তো আওয়ামী লীগেরই প্রডাক্ট। কিন্তু বিরোধী দলের একটা ভাব আসছে।’ ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সামনেই পড়ছে আমার সিটটা। আমি যা করি উনি সবই দেখতে পারবেন। যার কারণে একটা টেনশন বেড়ে গেল। প্রস্তুতি দ্বিগুণ নিতে হবে। কারণ, প্রধানমন্ত্রীর পেছনে সিট হলে উনি পেছনে অনেক কিছু দেখতে পেতেন না। আমি ফাঁকি দিতে পারতাম। কিন্তু এখন আমার ফাঁকি দেওয়ার সুযোগ একদমই কম।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন, ‘কোনো ঝামেলা নেই। অসংখ্য লোকজন আছেন যারা আমাদের দেখিয়ে দিচ্ছেন। তবে সংসদে অলিগলি চেনার চেয়ে দেশের স্বার্থে সংসদকে কাজে লাগানোর যে সুযোগ আছে এগুলো চেনা বেশি জরুরি।’ প্রসঙ্গত, গত ৭ জানুয়ারির নির্বাচনে হবিগঞ্জ–৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান বহুল আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমন। এই আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব হোসেনকে পরাজিত করেন। তবে তিনি বরাবরই নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |